প্রতীকী ছবি
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।
জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামোর সুরক্ষা নিশ্চিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছে আইএসপিআর। এ সময় দেশবাসীকে কারফিউ মেনে চলতে ও কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার অনুরোধ জানিয়েছে আইএসপিআর।