গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে পরিণত, বন্দরে ৪ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৭, ২০২৩, ০৯:৫৫ এএম

গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে পরিণত, বন্দরে ৪ নম্বর সংকেত

ঘূর্ণিঝড় মিধিলি উপকূল থেকে মাত্র ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে পরিণত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) ভোর থেকে ঘূর্ণিঝড় মিধিলি উপকূল থেকে মাত্র ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আজ খুলনা বিভাগের পাশ দিয়ে খেপুপাড়া ও মোংলা হয়ে ঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এটি আঘাত হানতে পারে।

এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত এবং নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে পরিণত হয়েছে। এটি ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর ৪৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

ঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং এর অদূরবর্তী দ্বীপগুলোর ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়াসহ ভারি থেকে অতিভারি বর্ষণ অব্যাহত রয়েছে।

ঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া হিসেবে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে তার পরিবর্তে ৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Link copied!