ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৬:৪৮ এএম
মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে বাংলাদেশিসহ দুজনের মৃত্যুর ঘটনাসহ চলমান পরিস্থিতির জেরে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে কে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা।
কূটনৈতিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়। পরে সোয়া ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবনে আসেন রাষ্ট্রদূত।
সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মুহাম্মদ মাইনুল কবির তাকে তলব করে কড়া প্রতিবাদ জানান।