নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যেসব জেলায় জনসভা করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৩, ০৩:২২ পিএম

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যেসব জেলায় জনসভা করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জনসভা। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে প্রচারণা। বিভিন্ন দলের নেতা-কর্মীরা পার করছেন ব্যস্ত সময়।

জানা গেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে এবার। আগামীকাল বুধবার (২০ ডিসেম্বর) হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত শেষে সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে জনসভা করবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া শেখ হাসিনা আগামী ২১ ডিসেম্বর,  বৃহস্পতিবার, বিকাল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট,  রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

আগামী ২৯ ডিসেম্বর,  শুক্রবার, বিকাল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

৩০ ডিসেম্বর,  শনিবার,  গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় ( টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

Link copied!