ড. ইউনূসকে হারমনি অ্যাওয়ার্ড দিলেন রাজা চার্লস

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৩, ২০২৫, ১২:০৩ পিএম

ড. ইউনূসকে হারমনি অ্যাওয়ার্ড দিলেন রাজা চার্লস

ছবি: সংগৃহীত

ব্রিটেনের মর্যাদাপূর্ণ ‘হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার লন্ডনে সেন্ট জেমস প্যালেসে অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস এ পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টার হাতে। বিশ্বব্যাপী শান্তি, স্থিতিশীলতা এবং পরিবেশ-প্রকৃতি ও মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার গ্রহণের আগে ড. মুহাম্মদ ইউনূস বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এ সময় তারা বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেন। খবর বাসস ও ইউএনবির।

প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা ও রাজা চার্লসের মধ্যে বৈঠকটি ছিল একেবারে ব্যক্তিগত। এতে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা তার সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম সম্পর্কে রাজা চার্লসকে অবহিত করেছেন।

শফিকুল আলম বলেন, ‘বেলা ১১টা ২০ মিনিট থেকে প্রায় আধ ঘণ্টার বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল। রাজা চার্লস বহু দিন ধরে প্রফেসর ইউনূসকে চেনেন। নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এই পুরো সফরের মধ্যে আমি বলব, এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা।’ 

একান্ত সাক্ষাতের পর রাজা ও রানীর স্বাক্ষরযুক্ত একটি ছবি উপহার হিসেবে অধ্যাপক ইউনূসকে দেওয়া হয়। এটি প্রধান উপদেষ্টার জন্য বড় সম্মানের বিষয় বলে জানান প্রেস সচিব। বাকিংহাম প্যালেসে অধ্যাপক ইউনূসকে ব্যক্তিগত সাক্ষাতের জন্য স্বাগত জানান রাজা চার্লস।

নিয়মিত কূটনৈতিক ও রাজনৈতিক সাক্ষাতের পাশাপাশি রাজা এমন ব্যক্তিদের সাক্ষাৎ দেন, যারা নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে বা ‘অডিয়েন্স’-এর মাধ্যমে রাজা কোনো ব্যক্তি ও তার কাজের গুরুত্বকে স্বীকৃতি দেন।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অধ্যাপক ইউনূসকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাওয়ার জন্য আগাম অভিনন্দন জানিয়েছিলেন। বর্তমানে লন্ডনে থাকা সারা কুক বলেছেন, তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে সন্তুষ্ট। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, তার (অধ্যাপক ইউনূস) বিস্তৃত বৈঠকের কর্মসূচি গণতন্ত্র, বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু নিয়ে কাজ, আঞ্চলিক নিরাপত্তা ও রোহিঙ্গাদের প্রতি সমর্থন বিষয়ে তাদের অংশীদারিত্বের প্রতিশ্রুতি।

Link copied!