দুর্গাপূজায় ২৯ জেলাকে ‘ঝুঁকিপ্রবণ’ ঘোষণা করেছে ‘সম্প্রীতির যাত্রা’

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৩:৪৪ পিএম

দুর্গাপূজায় ২৯ জেলাকে ‘ঝুঁকিপ্রবণ’ ঘোষণা করেছে ‘সম্প্রীতির যাত্রা’

আগামী দুর্গাপূজাকে সামনে রেখে দেশের ২৯টি জেলা ‘ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করেছে নতুন গঠিত নাগরিক প্ল্যাটফর্ম ‘সম্প্রীতি যাত্রা

সংগঠনটি গত এক দশকে দেশে পূজা ও অন্যান্য উৎসবের সময় পূজামণ্ডপ, শোভাযাত্রা বা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে ঘটে যাওয়া হামলার তথ্য বিশ্লেষণ করে এই ঝুঁকি মানচিত্র তৈরির কথা জানিয়েছে।

সংগঠনটির মতে, ২৯টি ঝুঁকিপ্রবণ জেলার মধ্যে ঢাকা, রংপুর, যশোর, চাঁদপুর ও নোয়াখালী ‘উচ্চ ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া আরও ২৪টি জেলা ‘মাঝারি ঝুঁকিতে আছে, যার মধ্যে রয়েছে গাজীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, বান্দরবান, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, লক্ষ্মীপুর, ফেনী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, সুনামগঞ্জ, বরিশাল, পটুয়াখালী ও নেত্রকোণা।

বাকি ৩৫ জেলা ঝুঁকিমুক্ত না হলেও, পরিস্থিতি বিবেচনায় তাদের নিম্ন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লেখক ও গবেষক মীর হুযাইফা আল-মামদূহ এ তথ্য উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে ‘মসজিদ, মন্দির, মাজার, আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে এবং দুর্গাপূজা উপলক্ষে ঝুঁকি পর্যালোচনা ও করণীয় বিষয়ক কর্মসূচি ঘোষণা করার বিষয়টিও তুলে ধরা হয়।

সম্প্রীতি যাত্রা প্ল্যাটফর্মের লক্ষ্য হলো উৎসবের সময় নিরাপত্তা নিশ্চিত করা এবং সংখ্যালঘু ও প্রান্তিক সম্প্রদায়ের সাংস্কৃতিক অধিকার রক্ষা করা।

Link copied!