রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২৫, ০৫:২১ পিএম

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার, ১১ এপ্রিল বিকেল ৪টা ৫২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা। তিনি জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল চার।

তিনি আরও জানান, এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ১০৫ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে ছিল। তারা বিষয়টি নিয়ে এখনো কাজ করছেন। 

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

Link copied!