১৩ জেলায় ব্যালট পেপার পাঠালো ইসি

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৫, ২০২৩, ০৯:৩৯ এএম

১৩ জেলায় ব্যালট পেপার পাঠালো ইসি

সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু হয়েছে। আজ সোমবার প্রথম পর্যায়ে ১৩টি জেলায় ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার এবং স্ট্যাম্প প্যাড পাঠানো হবে। পর্যায়ক্রমে অন্যান্য জেলায় পাঠানো হবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘দূরবর্তী জেলা বিবেচনায় ১৩টি জেলায় আগেভাগে ব্যালট পেপার পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ব্যালট পেপার কেন্দ্রে পাঠানোসহ কিছু কাজ থাকে।’

ইসি জানিয়েছে, প্রথম পর্যায়ে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রাঙামাটি, ঝালকাঠি, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোনায় ব্যালট পেপার পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

Link copied!