নির্বাচনে অতিরিক্ত নাশকতার সম্ভাবনা সৃষ্টি হয়েছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২১, ২০২৩, ০৯:৫১ এএম

নির্বাচনে অতিরিক্ত নাশকতার সম্ভাবনা সৃষ্টি হয়েছে: ডিএমপি কমিশনার

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দ্বাদশ জাতীয় সংসদ উপলক্ষে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঠ প্রশাসন কর্মকর্তাদের সাথে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল এগারোটায় আগারগাঁও নির্বাচন কমিশন অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে নির্বাচনে ঢাকা অঞ্চলের ভোটের আগে-পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘এবারের নির্বাচনে অতিরিক্ত নাশকতার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘শান্তিপূর্ণ হয় কোন ধরনের সমস্যা না হয় সেজন্য খোলামেলা আলোচনা করা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘২৮ অক্টোবরের পর কয়েকটি রাজনৈতিক দল নাশকতার সৃষ্টি করেছে। আমরা সব ধরনের নাশকতার সাথে জড়িত ব্যক্তিদের কিন্তু শনাক্ত ও আটক করতে সক্ষম হয়েছি। রেলে নাশকতা রোধে ইতোমধ্যে আনসার বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।’

এদিকে সকালে ব্যালট পৌছানোর বিষয়ে তিনি বলেন, যেহেতু নির্বাচন কমিশন এ বিষয়ে নির্দেশনা দিয়েছে তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

Link copied!