আগস্ট ৩১, ২০২৩, ০৮:৫১ পিএম
বিচার বিভাগ প্রজাতন্ত্রের হৃপিণ্ড উল্লেখ করে এই বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে না পারলে বা ব্যর্থ হলে জাতিকে খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার(৩১ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে বিদায়ী সংবর্ধনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, “মানুষ শাসন বিভাগ, আইন বিভাগের প্রতি আস্থা হারাতে পারে। কিন্তু বিচার বিভাগের প্রতি আস্থা হারালে ওই জাতিকে খারাপ সময়ের জন্য, খারাপ দিনের জন্য অপেক্ষা করতে হবে।”
দেশের ২৩তম প্রধান বিচারপতি আরও বলেন, “বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকারের রক্ষক। সংবিধানের রক্ষক। তাই বিচারকদের সাহসী ও সুবিচারক হতে হবে।”
এর আগে প্রধান বিচারপতিকে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
প্রসঙ্গত, আসছে ২৫ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। কিন্তু ওই সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায় বৃহস্পতিবার প্রধান বিচারপতির বিচারিক জীবনের শেষ কর্মদিবস ছিল।
২০২১ সালের ৩১ ডিসেম্বর বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ওইদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।