ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন, ২ উপজেলা ৬ ঘণ্টা বিদ্যুৎহীন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০১:৫৫ পিএম

ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন, ২ উপজেলা ৬ ঘণ্টা বিদ্যুৎহীন

ছবি: সংগৃহীত

নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সাবস্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। এতে স্টেশনের ট্রান্সফরমার পুড়ে প্রায় ছয় ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল দুই উপজেলার মানুষ।

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক।

তিনি বলেন, ভোরের দিকে হঠাৎ করে বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের জাতীয় গ্রিডের ১৩২/৩৩ কেভির একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এতে বিদ্যুৎকেন্দ্র জুড়ে আতঙ্ক দেখা দেয়।

পরে খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুনে ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে পলাশ ও কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। পরে দীর্ঘ ৬ ঘণ্টা পর বিকল্প উপায়ে এ দুই উপজেলার লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

প্রধান প্রকৌশলী এনামুল হক আরও বলেন, শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না।

Link copied!