সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৬:৫২ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে।
সেখানে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন ফায়ার সার্ভিসের চার কর্মী। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার, ২২ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান বিকাল পৌনে ৪টার দিকে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ওই ঘটনায় তাদের তিনজন ফায়ারফাইটার ও একজন কর্মকর্তা আহত হয়েছেন।
আহতরা হলেন- ফায়ার ফাইটার নুরুল হুদা, জয় হাসান ও মো. শামীম এবং অফিসার জান্নাতুল নাঈম।
তালহা বিন জসিম বলেন, “তিনজনের অবস্থা গুরুতর। তাদের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।”
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “এখানে যারা এসেছেন, তাদের চিকিৎসা আমরা শুরু করেছি। তাদের কে কতটুকু দগ্ধ হয়েছেন, তা পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে।” খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
স্থানীয়রা বলছেন, টিনশেডের গুদামটি এক পোশাক কারখানার। বিকালে হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর কাজ শুরুর পর রাসায়নিকের এক ড্রামের বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন দগ্ধ হন।
সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।