কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৪, ২০২৪, ১০:৫৮ এএম

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

সংগৃহীত ছবি

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। রবিবার বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে তাদের মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ওই ইউনিটগুলো।

ফায়ার সার্ভিস সদর দপ্তরে কর্মরত ফায়ারম্যান মো. সাকিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কড়াইল বস্তিতে বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

Link copied!