ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় দুটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, আগুন ধরার খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১১টা ৩৩ মিনিটে। আগুনে কেউ হতাহত হয়নি।