সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৯:৫০ পিএম
লালবাগের ডজ ইন্ডাস্ট্রিয়াল এন্ড মেটালাইজিং কোম্পানির কারখানায় সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।
স্থানীয়রা জানান দুপুরে নামাজের জন্য সবাই বের হবার পর আগুন লেগে যায় এই ভবনে। আগুন লাগার সাথে সাথে তৃতীয় তলায় থাকা পরিবারটিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় ক্লিনিক এবং ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন তারা। মূলত অক্সিজেনের অভাবেই অসুস্থ হয়েছেন তারা।
ফায়ার সার্ভিসের সহযোগিতায় বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। স্কাউট ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও আগুন নেভাতে ভূমিকা পালন করেন।
জানা গেছে, ভবনের ভেতরে রয়েছে দাহ্য পদার্থ রয়েছে। ধারণা করা হচ্ছে সেখান থেকেই আগুনের সূত্রপাত।
৩০ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ইরফান সেলিম ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং ক্ষতিগ্ৰস্থ কোম্পানি ও আহতদের ক্ষতিপূরণের ব্যাপারে আশ্বস্ত করেন ।
ফায়ার সার্ভিস ঢাকা জোন ১ এর উপসহকারি পরিচালক ফয়সালুর রহমান বলেন, খবর পাওয়া মাত্র তারা ঘটনাস্থলে যান এবং এক ঘন্টার মধ্যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে । তবে কেমিক্যাল থেকেই আগুনের সূত্রপাত কি না তা নিয়ে এখনো কোনো কিছু জানা যায়নি ।
তিনি বলেন, তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে।
ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে লালবাগের তিনতলা এই ভবনটি।