শনিবার (২৮ অক্টোবর) বিএনপি-জামায়াতের সমাবেশের পর বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।বিকেলে শাজাহানপুর ফ্লাইওভারের নিচে অগ্নি নির্বাপণ শেষে ফেরত যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এ সময় অগ্নি নির্বাপণ কর্মীদের মারধর করে তারা। খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম এবং একই স্টেশনের ড্রাইভার শরিফুল ইসলাম আহত হন। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে তারা স্টেশনে ফেরত যান।
সমাবেশের পর অগ্নি সংযোগের ঘটনায় এ পর্যন্ত মোট ২২টি আগুনের ঘটনার সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে ১২টি দুর্ঘটনায় আগুন নেভানোর কাজ করেছে ফায়ার সার্ভিস।