ফেনীতে বন্যায় এখনও ১৯ জনের প্রাণহানি, পানি নামলেও রয়েছে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩০, ২০২৪, ১১:১৩ এএম

ফেনীতে বন্যায় এখনও ১৯ জনের প্রাণহানি, পানি নামলেও রয়েছে জলাবদ্ধতা

ছবি: সংগৃহীত

ফেনীতে বন্যায় এখনও পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর এসেছে। শুক্রবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। তিনি বলেন, “বন্যায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হতে হয়েছি। এরই মধ্যে মৃতদের প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে ইউএনওকে।”

জানা গেছে, জেলায় পানি নেমে গেলেও শহরতলীর পেট্রোবাংলা, তুলাবাড়িয়া, দক্ষিণ সোনাপুর ও দাগনভুঞার বেশ কিছু এলাকায় এখনও জলাবদ্ধতা থাকায় অবর্ণনীয় দুর্ভোগ দেখা দিয়েছে। সেই সঙ্গে আটকাপড়া পানি বিবর্ণ রং ধারণ করে দুর্গন্ধ ছড়াচ্ছে। যা এলাকাবাসীর ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

জলবদ্ধতার শিকার হওয়া এলাকাগুলোতে জনদুর্ভোগের পাশাপাশি বন্যায় প্লাবিত এলাকাগুলোতে রোগের প্রকোপ বেড়েছে। হাসপাতাল ও ক্যাম্পগুলোতে বেড়েছে রোগীদের ভিড়। জেলায় একটি ও ৬ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে স্থাপন করা হয়েছে সেনা, নৌ ও বিজিবির বিশেষ মেডিকেল ক্যাম্প। পাশাপাশি সাতটি বেসরকারি হাসপাতালকে বিনামূল্যে বিশেষ সেবার আওতায় আনা হয়েছে।

Link copied!