সকল ধরণের জ্বালানি তেলের দাম কমানোর আভাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ (রবিবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, `আগামী এক সপ্তাহের মধ্যেই তেলের দাম কমতে পারে।`
তিনি বলেন, `সরকার চায় প্রতি মাসেই জ্বালানি তেলের দাম সমন্বয় করতে। দাম সমন্বয়ের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে। চলতি মার্চ সে যদি দাম সমন্বয় শুরু করা যায়, তাতে জ্বালানি তেলের দামের ব্যাপারে কিছুটা সাশ্রয় হবে।`
তিনি আরও বলেন, `বিশ্ববাজারে জ্বালানি যদি কিছুটা সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, তাহলে এখানেও দাম সমন্বয় হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে এখানেও কমবে। আবার আন্তর্জাতিক বাজারে বাড়লে এখানেও বাড়ানো হবে।`
প্রতিমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য ডিজেলের দাম কমানো।
জ্বালানি তেলের দাম সমন্বয়ের সময় পাশের দেশের দাম বিবেচনায় নিতে হবে, এমনটি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘কলকাতায় এখন প্রতি লিটার ডিজেল (বাংলাদেশি মুদ্রায়) ১৩৩ টাকা আর বাংলাদেশে ১০৯ টাকা। দাম কম হলে তেল পাচারের আশঙ্কা থাকে, এটা অবশ্যই চিন্তা করতে হবে।’
জ্বালানি তেলের দাম কমলে পরিবহন ভাড়া কমবে কি না, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের সঙ্গে জড়িত পরিবহনসহ সব খাতে সমন্বয় করতে হবে। জ্বালানি তেলের দাম ৫ শতাংশ বাড়ানো হলে পরিবহন ভাড়া ১৫ থেকে ২০ শতাংশ বাড়ানো হয়। এটা ঠিক নয়।’