এবার ৬ ঘণ্টা করে চলবে সরকারি-বেসরকারি অফিস। আগামী তিনদিন (২৮-৩০ জুলাই) সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অফিস চলবে। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার অফিস পরিচালিত হয় ৪ ঘণ্টা।
শনিবার (২৭ জুলাই) অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) ফরহাদ হোসেন জানান, চলমান কারফিউয়ের সময়সীমা শিথিল করায় সরকারি ও বেসরকারি অফিসের সময়ও বর্ধিত করা হচ্ছে। তিনি আরও জানান, এক্ষেত্রে ব্যাংক ও আদালত নিজেরা সিদ্ধান্ত নেবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন কার্যক্রম।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট নাশকতার মধ্যে গত ২১-২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর গত ২৪ জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ-বৃহস্পতিবার সরকারি অফিস সকাল ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত পরিচালিত হয়।