বাগেরহাটে দুই বাসের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত, আহত ১০

জাতীয় ডেস্ক

জুলাই ১৩, ২০২৪, ০৪:৪৩ পিএম

বাগেরহাটে দুই বাসের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত, আহত ১০

বাগেরহাটে দুই বাসের সংঘর্ষ/ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামের এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।  

শেখ নুরুজ্জামান বলেন, “শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস ফকিরহাটের ফলতিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী রাজিব পরিবহনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে দোলা পরিবহন সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় রাজিব পরিবহনের যাত্রী শ্রীধর গাঙ্গুলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় উভয় বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”  

ওসি আরও জানান, “পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস দুটিকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।” 

Link copied!