ইন্টারনেটে দেশজুড়ে ধীরগতি থাকতে পারে আজ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৩, ২০২৪, ০৯:২৭ এএম

ইন্টারনেটে দেশজুড়ে ধীরগতি থাকতে পারে আজ

প্রতীকী ছবি

দেশজুড়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবায় ধীরগতি থাকতে পারে আজ। সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজের জন্য গ্রাহকরা ভোগান্তির শিকার হতে পারেন।

শুক্রবার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ চলবে। এজন্য শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়ামের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ ১৩ জুলাই সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এই ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। এ ছাড়া কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

Link copied!