খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৬, ২০২৫, ০৩:২৪ পিএম

খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

ছবি: প্রতীকী

বান্দরবানের থানচির তিন্দু ইউনিয়নে এক নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার অভিযোগে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার, ০৬ মে দুপুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি আদালত সড়ক হয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশ করে।

আকাশ ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে উক্যনু মারমা, ত্রিপিটক চাকমা, সুভাষ চাকমা, খঞ্জন ত্রিপুরা, কৃপায়ণ ত্রিপুরাসহ অন্য সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দেন।

খাগড়াছড়ি সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কবিতা চাকমা বলেন, “এক খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়। তিনি তিন সন্তানের জনক। তার ১৮ মাসের একটি বাচ্চাও রয়েছে। আমরা এক মাস আগে কাউখালিতে এক মারমা তরুণীকে ধর্ষণের প্রতিবাদে সমাবেশ করেছিলাম। আজকে খিয়াং নারীর জন্য বিক্ষোভ করছি।”  

তিনি বলেন, “আমাদের দেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। আমরা কোথাও নিরাপদ না। আমাদের ওপর ধর্ষণ ও নিপীড়নের শেষ কোথায়? খিয়াং নারী গিয়েছিল জুম চাষের জন্য। তাকে ধর্ষণের পর মাথা থেঁতলে দিয়েছে। চোখ উপড়ে নেওয়া হয়েছে।” খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এর আগে সোমবার বিকালে তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাহাড়ি জঙ্গল থেকে ২৯ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি কাছাকাছি একটি পাড়ায় থাকতেন।

স্থানীয়রা বলেন, সকালে জুম চাষের জন্য পাশের পাহাড়ে জুমে গিয়েছিলেন ওই নারী। দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পাড়ার লোকজন তাকে খুঁজতে বের হয়। তারাই জঙ্গলে ভারী কিছু টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পান। সেই চিহ্ন অনুসরণ করে জঙ্গলের গভীরে গিয়ে ওই নারীর রক্তাক্ত মরদেহ পাওয়ার পর তারা পুলিশে খবর দেন।

ঘটনার দিন স্থানীয়রা বলেন, মরদেহে তারা আঘাতের চিহ্ন দেখেছেন। তার চোখ উপড়ে ফেলা হয়েছে। সবকিছু দেখে তাদের মনে হয়েছে, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে।

আরেক শিক্ষার্থী উক্যনু মারমা বলেন, “এর আগে এপ্রিল মাসের ১৮ তারিখে এক মারমা তরুণীকে ধর্ষণ করা হয়েছিল। এক মাসের ব্যবধানে বান্দরবানের দুর্গম থানচির মংখয় পাড়ায় খেয়াং নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হল। আমরা কেন নিশ্চুপ হয়ে আছি? এ ঘটনায় ধর্ষণকারীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

Link copied!