শেষ ধাপে ৬০ উপজেলায় নির্বাচন কাল

জাতীয় ডেস্ক

জুন ৪, ২০২৪, ১০:৫৬ পিএম

শেষ ধাপে ৬০ উপজেলায় নির্বাচন কাল

প্রতীকী ছবি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের নির্বাচন বুধবার (৪ জুন)। এ ধাপে ৬০ উপজেলায় ভোট হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

নিয়ম অনুযায়ী ভোটের ৩৬ ঘণ্টা আগে সোমবার (৩ জুন) মধ্যরাতেই ভোটের প্রচার শেষ হয়েছে। এদিকে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব আয়োজন সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। র‍্যাব-পুলিশ ছাড়াও, নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে ১৭৫ প্লাটুন বিজিবি। এছাড়া কেন্দ্রে কেন্দ্রে ভোটের অন্যান্য সরঞ্জাম পৌঁছে গেছে। তবে ব্যালট যাবে ভোটের দিন সকালে।

টাঙ্গাইলে এ ধাপে চারটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মির্জাপুর, বাসাইল, সখীপুর এবং কালিহাতী উপজেলা পরিষদে এরই মধ্যে শেষ হয়েছে ভোটের আয়োজন। যশোরের কেন্দ্রেও পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। উপজেলার ২১৯টি কেন্দ্রে ভোট দেবেন ছয় লাখ আট হাজার ভোটার। ভোটারদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। 

এছাড়া ভোলার ২ উপজেলায়ও এরই মধ্যে কেন্দ্রে গেছে নির্বাচনী সরঞ্জাম। ৪র্থ ধাপে চরফ্যাশন ও মনপুরা এ দুই উপজেলায় হচ্ছে নির্বাচন। এছাড়া নওগাঁর তিন উপজেলায় সহকারী রির্টানিং কর্মকর্তারা ভোটের সরঞ্জাম বুঝিয়ে দিয়েছেন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের। ভালুকায়ও কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এছাড়াও, বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় হচ্ছে নির্বাচন।

এ ধাপে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন অর্থাৎ মোট ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ ভোটার তাদের প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পাবেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, শেষ ধাপে ৪ জেলার ৬ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং ৫৪টি উপজেলায় ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।

Link copied!