বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৮০০ টন ক্লিংকার নিয়ে এমভি আনমোনা-২ নামক একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজের ১০ নাবিক-কর্মচারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম কালবেলার প্রতিবেদনে বলা হয়েছে, লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশন ও শ্রমিক ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মোংলা বন্দরের হারবাড়ীয়া-৪ নম্বরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী এমভি জাহান ব্রাদাস নামক জাহাজ থেকে ৮০০ টন ক্লিংকার নিয়ে সেনা কল্যাণ সিমেন্ট কারখানায় যাচ্ছিল এমভি আনমেনা-২ নামক লাইটার জাহাজটি। এ সময় এটি পশুর চ্যানেলের সিগনাল টাওয়ার এলাকায় রোববার রাত ৮টার দিকে ডুবোচরে আটকা পড়ে। এতে লাইটারটি কাত হয়ে তাতে পানি ঢুকে ডুবে যায়। এ সময় দ্রুত সাঁতরে তীরে উঠতে সক্ষম হন লাইটারের ১০ নাবিক-কর্মচারী।