শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ

জাতীয় ডেস্ক

মার্চ ২৪, ২০২৪, ০৯:২৪ এএম

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

৪ দফায় ৫৬০ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করেছে সরকার। এই তালিকায় আছেন ৫১ জন আইনজীবী।

রোববার (২৪ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

জাতীয় কমিটি ৪ পর্বে মোট ১৭ পেশার শহীদ বুদ্ধিজীবীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে ১৪ ক্যাটাগরি থেকে ৫৬০ জনের নাম প্রকাশ করা হয়।

এই তালিকায় আছেন- শিক্ষক ১৯৮, চিকিৎসক ১১৩, আইনজীবী ৫১, প্রকৌশলী ৪০, সরকারি ও বেসরকারি কর্মচারী ৩৭, সংস্কৃতিসেবী এবং চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, শিল্পকলার অন্যান্য শাখার সংশ্লিষ্ট ব্যক্তি ৩০, সমাজসেবী ২৯, রাজনীতিক ২০, সাংবাদিক ও সাহিত্যিক ১৮ জন করে, বিজ্ঞানী ৩ এবং দার্শনিক, গবেষক ও একজন চিত্রশিল্পী।

এর আগে ২০২১ সালের ৭ এপ্রিল প্রথম ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর নাম গেজেট আকারে প্রকাশ করে মন্ত্রণালয়। এরপর ২০২২ সালের ২৯ মে দ্বিতীয় তালিকায় ১৪৩ জন এবং সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হয় আরও ১০৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা।

Link copied!