অক্টোবর ২৭, ২০২৩, ০২:০৪ পিএম
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখে ঢিলেঢালাভাবে চলছে পুলিশের তল্লাশি। শুক্রবার সকালে কাঁচপুর, সাইনবোর্ড, পোস্তগোলা,গাবতলীসহ বেশ কয়েকটি প্রবেশমুখ সরেজমিন করে এই তথ্য জানা গেছে। তবে রাত ৮টার পর আবারও এই তল্লাশি জোরদার করা হবে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র।
গত বৃহস্পতিবার থেকে তল্লাশী কার্যক্রম শুরু করে পুলিশ ও র্যাব। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তাদের সাথে থাকা ব্যাগপত্র তল্লাশী করছে পুলিশ। এ ছাড়া ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেট কার, হাইয়েস মাইক্রোবাস, মোটরসাইকেলের প্রতি পুলিশের বিশেষ নজর লক্ষ্য করা গেছে।
এদিকে যাত্রাবাড়ী এলাকায় কয়েকটি স্থানে থানা পুলিশও কার্যক্রম চালাচ্ছে। কাঁচপুর থেকে যাত্রাবাড়ী আসা পর্যন্ত অন্তত ৬ টি স্থানে চেকপোস্ট লক্ষ্য করা যায়। যদিও গাড়ি চলাচল কম থাকায় তল্লাশির পরিমানও কমে গিয়েছে।
পুলিশ এ সময় যাত্রীদের কাছে তাদের গন্তব্য, কোথা থেকে আসছেন, পেশা কী; এসব প্রশ্ন করতে দেখা গেছে। কিছু ক্ষেত্রে যাত্রীদের পরিচয় নিশ্চিতে তাদের পরিচয়পত্র চেক করতে দেখা গেছে।
এদিকে পোস্তগোলা ও ইকুরিয়া অঞ্চলে উভয়মুখে দেখা যায় চেকপোস্ট। আর এই চেকপোস্টের সাথেই আওয়ামী লীগের শান্তি সমাবেশের প্যান্ডেল ও স্টেজ নির্মাণ করা হয়েছে। সেখানে দু-একটা ঢাকামুখী গাড়ি তল্লাশি করলেও এখন পর্যন্ত অপ্রীতিকর কোন কিছু ঘটেনি।
এদিকে জুম্মার নামাজের আগে বিরতি দেয়ার পাশাপাশি রাত থেকে বিশেষ করে সকালে লঞ্চের যাত্রীদের তল্লাশি করা হবে। র্যাবের পক্ষ থেকে জানানো হয় ঢাকায় ৪টি প্রবেশমুখগুলোয় চেকপোস্ট বসানো হবে। চেকপোস্টগুলো হলো- ইকুরিয়া, ডেমরার সুফিয়া কামাল ব্রীজ, গাবতলী, কুড়িল। আর সদরঘাট ও কমলাপুর পুলিশের স্পেশাল চেক পোস্ট। রাত ৮টা থেকে আবার চেকপোস্ট শুরু করবে তারা।
শুক্রবার সকালে মহাসড়কে যানবাহনের চাপ কম থাকলেও বেলা ১০টার দিকে যানবাহনের চাপ বাড়ায় চেকপোস্টে যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ ও মালামাল তল্লাশি করায় যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি দেখা যায়। সকালে আমিনবাজার ও আশুলিয়া চেকপোস্ট বসিয়ে তল্লাশী জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাব-৪ সদস্যরা ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় চেকপোস্ট পরিচালনা করছে। এ ছাড়া আমিনবাজার এলাকায় পুলিশের পাশাপাশি কিছু সংখ্যক সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিবহনে তল্লাশী করতে দেখা গেছে।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) বলেন, আগামীকাল রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে, তাই কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো ধরনের নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করতেই পুলিশের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। চেকপোস্টে এখন পর্যন্ত কাউকেই আটক করা হয়নি।