এপ্রিল ১২, ২০২৫, ০২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
‘মার্চ ফর গাজা’ গণজমায়েত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করেছে। শাহবাগ ও আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এর মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জড়ো হয়েছে বিপুল মানুষ।
‘ফিলিস্তিন, জিন্দাবাদ’, ‘ইসরায়েল নিপাত যাক’- স্লোগানে হাজার হাজার মানুষের স্রোত গিয়ে মিশছে উদ্যানের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির গণজমায়েতে।
ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মূল আয়োজন গণজমায়েত।
বিকাল ৩টায় গণজমায়েতের শুরু হলেও সকাল ১০টা থেকে ট্রাক ও পিকআপের করে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন অনেকে। বহু মানুষ উদ্যানে আসেন মিছিল নিয়েও। এ সময় বেশিরভাগ মানুষের হাতে দেখা গেছে ফিলিস্তিনের পতাকা আর ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লেখা কাপড়।
সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক পশ্চিম-পূর্ব প্রান্তের চত্বরে তৈরি করা হয়েছে খোলা মঞ্চ। এর সামনে লাল কার্পেট বিছানো হয়েছে। সেখানে শতাধিক চেয়ারের ব্যবস্থা করা হয়েছে অতিথিদের বসার জন্য।
ওই মঞ্চের চারপাশ ঘিরে বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে। এই কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’।
এদিন দুপুর ৩টায় এই মঞ্চ থেকে ‘মার্চ ফর গাজার’ ঘোষণাপত্র পাঠ করা হবে। বিভিন্ন দলের নেতরা মঞ্চে থাকবেন। গণজমায়াতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।
উদ্যানের চারপাশের এলাকা এবং শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মৎস্যভবন, দোয়েল চত্বরসহ পুরো এলাকায় মাইক লাগানো হয়েছে।
রাজধানীর বিভিন্ন স্থান থেকে সমাবেশে যোগ দিতে আসা মিছিল সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য নির্ধারিত পাঁচটি প্রবেশ পথে ‘মেটেল ডিটেক্টর গেইট’ বসানো হয়েছে।
উদ্যানে আসা মানুষেরা যাতে ভেতরে ভালোভাবে প্রবেশ করতে পারেন সেজন্য ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের’ স্বেচ্ছাসেবক সদস্যরা সবকিছু তদারকি করছেন।
১. বাংলা মোটর থেকে আসা মিছিল উদ্যানে প্রবেশ করছে শাহবাগ হয়ে রমনা গেইট দিয়ে।
২. কাকরাইল মোড় হয়ে আসা মিছিল উদ্যানে প্রবেশ করছে মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট গেইট দিয়ে।
৩. গুলিস্তান জিরো পয়েন্ট এর দিক থেকে আসা মিছিল দোয়েল চত্বর হয়ে এসে টিএসসি গেইট দিয়ে উদ্যানে প্রবেশ করছে।
৪. বকশীবাজার মোড় দিয়ে আসা মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে টিএসসি গেইট দিয়ে উদ্যানে ঢুকছে।
৫. নীলক্ষেত মোড় দিয়ে আসা মিছিল ভিসি চত্বর হয়ে টিএসসি গেইট দিয়ে সোহরোওয়ার্দীর সমাবেশে যোগ দিচ্ছে।
সোহরাওয়ার্দী উদ্যানে চিকিৎসা কেন্দ্রও স্থাপন করা হয়েছে। এছাড়া সুপেয় পানি সরবরাহেরও ব্যবস্থা রাখা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাদের বাড়তি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী, বিজিবি সদস্যরা মেতায়েন রয়েছেন। সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সোহরাওয়ার্দী উদ্যানে চিকিৎসা কেন্দ্রও স্থাপন করা হয়েছে। এছাড়া সুপেয় পানি সরবরাহেরও ব্যবস্থা রাখা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাদের বাড়তি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী, বিজিবি সদস্যরা মেতায়েন রয়েছেন। সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এদিন সকাল থেকেই বাংলামোটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর ও মৎস্য ভবন এলাকা জুড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে তল্লাশি চৌকি, সন্দেহ হলেই আগতদের তল্লাশি করা হচ্ছে।
ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, “এই কর্মসূচি ঘিরে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনসহ অন্যান্য বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।