অন্ধকার দূর করার প্রত্যয় নিয়ে মঙ্গল শোভাযাত্রা

জাতীয় ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৪, ১১:৩৬ এএম

অন্ধকার দূর করার প্রত্যয় নিয়ে মঙ্গল শোভাযাত্রা

ছবি: সংগৃহীত

অন্ধকার দূর করার প্রত্যয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা।

রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। পরে সেটি শাহবাগ হয়ে ঢাকা ক্লাবের সামনে দিয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে সকাল ১০টার দিকে শেষ হয়। এবার মঙ্গল শোভাযাত্রায় ছিল ভিন্নতা। ঢাক-ঢোলের বাদ্য ছিল। ছিল বাহারি আয়োজন। হাতির পাশাপাশি অশুভ শক্তির রূপক হিসেবে নানা পশুপাখির আকৃতিতে বানানো শিল্পকর্ম নজর কেড়েছে। প্রথমে জাতীয় সঙ্গীত গেয়ে এবারের শোভাযাত্রা শুরু করা হয়।

Link copied!