সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বন্যার্তদের উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে মাস্তুল ফাউন্ডেশন।
বুধবার (২১ শে আগস্ট) থেকে আকস্মিক বন্যায় পানিতে তলিয়ে গেছে নোয়াখালী, ফেনীসহ ১১-১২ টি জেলা। আর এই পরিস্থিতি মোকাবিলায় মাস্তুল ফাউন্ডেশন সর্বদা কাজ করে যাচ্ছে। পানিবন্দি মানুষদের উদ্ধার কার্যক্রম থেকে দুর্গম এলাকায় ত্রাণ ও চিকিৎসা সেবা পৌছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এ পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতায় ৩.৫ হাজার পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌছে দিয়েছে ফাউন্ডেশনটি।
শুধু তাই নয়, দূর্গম এলাকায় সঠিকভাবে ত্রাণ পৌছে দিতে সেনাবাহিনীর সহযোগিতায় ৫ হাজার পানিবন্দি মানুষের কাছে ত্রাণ ও চিকিৎসা সেবা পৌছে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি।
বন্যার কার্যক্রম নিয়ে মাস্তল ফাউন্ডেশনের অপারেশন হেড রায়হান রহমান বলেন, “১৫ লাখ মানুষের শহরে ৫ হাজার মানুষের কাছে ত্রাণ ও চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছি যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তারপরও আমরা চেষ্টা করছি। বন্যার কার্যক্রম কে দুই ভাগে বিভক্ত করেছি প্রথম ভাগে দূর্গম এলাকায় উদ্ধার ও শুকনো খাবার পৌঁছে দিয়েছি এবং দ্বিতীয় ভাগে রান্না খাবার, সাপ্তাহিক ত্রাণ ও চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছি। যা এখন পর্যন্ত চলমান আছে।”
এ ছাড়া বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম হিসেবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত, টিউবওয়েল মেরামত, স্বাস্থ্য সহায়তা এবং সাবলম্বীকরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।