ঢাকায় আন্দোলন-সংগ্রাম সমন্বয়ের দায়িত্বে মায়া ও নানক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৯, ২০২৩, ০১:৪১ এএম

ঢাকায় আন্দোলন-সংগ্রাম সমন্বয়ের দায়িত্বে মায়া ও নানক

ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধিতে জোর দিচ্ছে দলটি। তারই ধারাবাহিকতায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও জাহাঙ্গীর কবির নানককে আগামী দিনের কর্মসূচিগুলোতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই দুই নেতাকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

তিনি বলেন, তাদের দুজনেরই অতীতে রাজনৈতিক অভিজ্ঞতা আছে। নির্বাচনের আগে নতুন কর্মসূচি ও বিরোধী দলের আন্দোলন সংগ্রাম আছে। সেখানে দলকে সমন্বয় করার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

মির্জা আজম আরও বলেন, ‘মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ঢাকা দক্ষিণে এবং জাহাঙ্গীর কবির নানক ঢাকা উত্তরের সমন্বয়কের দায়িত্বে পালন করবেন।’

এর আগে গত মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেই বৈঠকে বিএনপির কর্মসূচি মোকাবিলায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগকে গতিশীল করার লক্ষ্যে মায়া-নানককে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিকে অবগত করা হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, ঢাকার আন্দোলন-সংগ্রামকে বেগবান করতে এই দুই সিনিয়র নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা বিষয়টি অবগত হয়েছি।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ক্ষমতাসীন দলের ঢাকা বিভাগ সাংগঠনিকভাবে তুলনামূলক দুর্বল। আর এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের সাংগঠনিক কাজের দুর্বলতার কারণেই নানক-মায়াকে সংযোজন করা হয়েছে।

Link copied!