ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।
সোমবার (২৭ মে) সকালে ঝড়বৃষ্টির মধ্যে নিয়মিত অফিসগামী যাত্রীরা বিভিন্ন স্টেশনে গিয়ে মেট্রোরেল বন্ধ দেখতে পান।
সংশ্লিষ্টরা জানান, পাওয়ার লাইনে সংযোগ জটিলতার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। ঠিক কী কারণে সংযোগ পাচ্ছে না, তা উদ্ঘাটনে কারিগরি কাজ চলছে। দুর্যোগময় আবহাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগের সমস্যা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
সকাল থেকে বিভিন্ন স্টেশনে অফিসগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। মেট্রোরেলের জন্য তাদের অপেক্ষাও করতে দেখা গেছে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘রেমাল’ প্রভাবে রাজধানীসহ প্রায় সারাদেশেই আজ ভোর থেকে বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া শুরু হয়।