মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশেই কমবেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোস্তফা জব্বার নিজের কার্যালয়ে পানি উঠে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
শুক্রবার (১২ জুলাই) বিকেল তিনটা ৫২ মিনিটে পানি উঠে যাওয়ার একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “একটু বৃষ্টি হলেই আমার আরামবাগ অফিসে পানি ওঠে। সেগুনবাগিচা অফিসও ডুবে গেল।”
পোস্টটির কমেন্ট সেকশনে (মন্তব্য বিভাগ) আজকের পত্রিকার সাংবাদিক মো. মহিববুল্লাহ শরীফ এস. বুয়েট হলের সামনে জলাবদ্ধতার একটি ছবি দিয়েছেন এবং দুঃখ প্রকাশের একটি ইমোজি দিয়ে ‘বুয়েট হল’ শব্দবন্ধটি উল্লেখ করেছেন।
এনসিসি ব্যাংক কর্মকর্তা শবনম মুস্তারী উষ্মা প্রকাশ করেছেন, “সবই উন্নয়নের অবদান স্যার।”
ব্যবসায়ী সুব্রত চক্রবর্তী মন্তব্য করেছেন, “পানি নিষ্কাশনের ব্যবস্থা দুর্বল।”
ছাত্রলীগের খালিয়াজুরি উপজেলা শাখার কর্মী এবং ব্রাইট রিভার বাংলাদেশ-এর সিনিয়র ডিজাইনার নাসির উদ্দিন রনি মন্তব্য বিভাগে আরামবাগে জলাবদ্ধতার ছবি দিয়েছেন। এ ছাড়া জলাবদ্ধতার জন্য সিটি করপোরেশনকে দায়ী করে সম্রাট হোসেন নামে একজন নেটিজেন লিখেছেন, “সিটি করপোরেশন আছে শুধুমাত্র নামে। মেয়র, কাউন্সিল সবাই আছে টাকা কামানোর ধান্ধায়। একেকজন হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বসে আছে কিন্তু অসহায় জনগণের দূর্ভোগ নিয়ে ওদের কোনো মাথাব্যথা নেই। আফসোস।”
স্বতঃপ্রণোদিত চলচ্চিত্র নির্মাতা ও ফ্রিল্যান্সার সজীব তানভীর কিঞ্চিত ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, “ঢাকায় ঘরে ঘরে নৌকা এখন সময়ের দাবি।”