এবার শিক্ষার্থীদের পাশে জাতীয় ফুটবল দলের অধিনায়ক

জাতীয় ডেস্ক

আগস্ট ২, ২০২৪, ১১:০৪ এএম

এবার শিক্ষার্থীদের পাশে জাতীয় ফুটবল দলের অধিনায়ক

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন এখন আর শুধুই ছাত্রদের মাঝে সীমাবদ্ধ নেই। দেশ কিংবা দেশের বাহিরে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকা। সেই তালিকায় এবার যুক্ত হলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন জামাল ভূঁইয়া। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে ভিডিও বার্তা দেন। যেখানে ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থনও পোষণ করেন জামাল। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বানও জানান তিনি।

জামাল ভূঁইয়া বলেন, “ছাত্রদের আন্দোলনকে সবাই সমর্থন করুন। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোনওভাবে যেন দেশের সম্পদ আর মানুষের ক্ষতি কেউ না করে। দেশের সকল ছাত্রদের পক্ষে আমরা সবসময় আছি।”

জাতীয় ফুটবল দলের অধিনায়ক আরও বলেন, “কোনও বিদেশি বন্ধু বাংলাদেশে আসলে আমাদের দেশের পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাদের দেখাই। তারা দেখে যখন ভালো কিছু বলে তখন সত্যিই ভালো লাগে।”

Link copied!