ছাগলকাণ্ডে আলোচিত সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের আবেদনের প্রেক্ষিতে অবসরে পাঠানো হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঈদুল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর প্রেক্ষিতেই এনবিআরের এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অপসারিত সদস্য মো. মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের (ক্রোক ও অবরুদ্ধ) আদেশ দিয়েছেন আদালত।
গত ৪ জুন কমিশনের নিয়মিত বৈঠকে মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ অনুসন্ধানে গত ২৩ জুন তিন সদস্যের টিম গঠন করা হয়। টিমের সদস্যরা হলেন উপপরিচালক (টিম লিডার) মো. আনোয়ার হোসেন, সহকারী পরিচালক (সদস্য) মাহমুদুল হাসান ও উপসহকারী পরিচালক (সদস্য) সাবিকুন নাহার।
এরও আগে গত দুই যুগে মতিউর রহমানের বিরুদ্ধে চারবার অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগ পৃথকভাবে অনুসন্ধানও করে দুদক। প্রতিবারই তিনি দুদক থেকে অব্যাহতি পেয়েছেন।