সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। সংগৃহীত ছবি
নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেন, ‘যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। পেছানোর কোনো সুযোগ নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করবে আইনশৃঙ্খলা বাহিনী।’
শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে আসন্ন নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ইসি রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে অবশ্যই থাকবে। এখনও আমরা পুরোপুরি সিদ্ধান্ত নিইনি। তবে অতীতের জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী ছিল, আশা করছি এই নির্বাচনেও থাকবে।’
ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এবার ভোটকেন্দ্রে যেতে কিংবা ভোট দিতে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগে ভোটারদের ভয়ভীতি দেখালে, হুমকি-ধামকি দিলে শাস্তির আওতায় আনার আইন ছিল না; এবার কমিশন আইন সংশোধন করে এই অপকর্মের বিরুদ্ধে শাস্তির বিধান করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এই আইন কঠোরভাবে প্রতিপালন করার জন্য আজ সভাতেও নির্দেশনা দেওয়া হয়েছে।’
এর আগে সকাল সাড়ে ১০টায় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, রংপুর অঞ্চলের চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সহকারী নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসিসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।