সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৩:২৮ এএম
মানিকগঞ্জের শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত কমিটিতে মাদকসেবী ও বিএনপি পরিবারের সন্তানকে নেওয়ার অভিযোগ উঠেছে। এই কমিটিতে সজিবুর রহমান ইফতীকে সভাপতি ও বিএনপি পরিবারের সন্তান আদিত্য পন্ডিত রিশাকে সাধারণ সম্পাদক করা হয়।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।
এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নবনির্বাচিত সভাপতি সজিবুর রহমান ইফতীর মাদক সেবনের ছবি।
খোঁজ নিয়ে জানা যায়, শিবালয় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে মাদক সেবন ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে সজিবুর রহমান। এরপর থেকে স্থানীয় একজন জনপ্রতিনিধির ছত্রছায়ায় এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন অভিযোগ উঠলেও স্থানীয় লোকজন মাদক ব্যবসার প্রতিবাদ করেও ঠেকাতে পারছেন না।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন জানান, স্থানীয় এমপির সুপারিশ অনুযায়ী এই কমিটি দেয়া হয়েছে। ফেসবুকে ভাইরাল ছবিটি এমপি মহোদয়কে দিলে তিনি বলেছেন ছবিটি এডিট করা।
নবনির্বাচিত সভাপতি সজিবুর রহমানকে এ ছবির কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, মাদক সেবনের ছবিটি এডিট করা। একটি পক্ষ তাকে হেয় করার জন্যই ছবিটি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।
এদিকে, স্থানীয় এক আওয়ামী লীগ নেতা অভিযোগ করেন, স্থানীয় জনপ্রতিনিধির কারণে প্রশাসনও ব্যবস্থা নিচ্ছে না।
তিনি আরও জানান, নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আদিত্য পন্ডিত রিশার আপন চাচা এস কে পন্ডিত ভজন শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। কমিটি ঘোষণার পর স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।