এবারের বাংলা নববর্ষ বরণের অনুষ্ঠানে ফানুশ ওড়ানো, আতশবাজি পোড়ানো ও ভুভুজেলা বাজানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সন্ধ্যা ছয়টার মধ্যেই সব অনুষ্ঠান শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মের ব্যাত্যয় হলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের অপপ্রচার ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নজরদারি থাকবে।
২০০১ সালে রাজধানীর রমনার বটমূলে বৈশাখ বরণের অনুষ্ঠানে বোমা হামলা চালায় জঙ্গিরা। এরপর থেকেই প্রতি বছর বৈশাখী অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা হয়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে ১৩ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বাংলা বর্ষবরণের অনুষ্ঠান শেষ করতে হবে সন্ধ্যা ছয়টার মধ্যে। নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি পোড়ানো ও ভুভুজেলা বাজানোও। সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে ফানুশ বা আতশবাজি পোড়ানোর ক্ষেত্রে।