নভেম্বর ২০, ২০২৩, ০৯:৪৪ এএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না- সে বিষয়ে অবস্থান স্পষ্ট করেনি দলটির হাই কমান্ড। তবে মুজিবুল হক চুন্নু বলেন, দলের চেয়ারম্যান জিএম কাদের ৩০ নভেম্বরের আগে নির্বাচনে যাওয়া-না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। আমরা অনেক আশা করেছিলাম যে, একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। দেশের মানুষ সেই নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারবে এবং সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে।’
তিনি বলেন, আশা করছি পরিবেশ ভালো হবে। নির্বাচন কমিশন ও সরকারের কার্যক্রম মিলিয়ে একটা আস্থার জায়গা তৈরি হবে। তবেই নির্বাচন সম্ভব।
মহাসচিব আরও বলেন ‘আমরা সেই নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া আরম্ভ করেছি। নির্বাচনে যাওয়ার জন্য যেসব প্রাথমিক কাজ প্রয়োজন সেই কাজগুলোর সর্বশেষ হলো, দলের মনোনয়ন ফরম বিক্রি ও বাছাই। আমাদের বোর্ড সাক্ষাৎকার নেবে, প্রার্থী বাছাই করবে। তারপর প্রার্থীর চূড়ান্ত তালিকা দেবে।
তিনি আরও বলেন,‘আমরা আজকে এই নির্বাচনের প্রক্রিয়া আরম্ভ করেছি কিন্তু এটা আমাদের নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়। নির্বাচনে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হয়, আমরা করছি। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে কেন্দ্রে এসে, এ রকম আস্থা যাতে সৃষ্টি হয়—সংশ্লিষ্ট মহলকে আমরা সেই অনুরোধ করব।
জাপায় কোনো বিভেদ নেই উল্লেখ করে তিনি বলেন, দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ইসিতে যে চিঠি দিয়েছেন, সেটা তার ব্যক্তিগত। দলের প্রতীক বরাদ্দের ক্ষমতা চেয়ারম্যানের। এটি আইপিওতে উল্লেখ আছে।