মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১ নভেম্বর) নির্বাচনী প্রচারে আরব-আমেরিকান ভোটারদের সাথে দেখা করে এ বার্তা দেন তিনি।
সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন জানা গেছে, মিশিগানের ডিয়ারবর্নে প্রচার চালাতে গিয়েছিলেন ট্রাম্প। এই অঞ্চলেই সবচেয়ে বেশি আরব আমেরিকানদের বাস। সেখানে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প প্রশাসনে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে। বিশেষ করে লেবানন ও ফিলিস্তিনে।
অ্যালবার্ট আব্বাস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, মানবিক সব দিক দিয়ে বর্তমান প্রশাসন চরমভাবে ব্যর্থ। তাই তিনি ট্রাম্পকে সমর্থন করছেন। তিনি বলেন, ফিলিস্তিনকে মুছে ফেলা হচ্ছে। আমরা চুপ থাকতে পারি না। তাই ট্রাম্পকে বলছিছ দয়া করে এই রক্তবন্যা বন্ধ করতে আমাদের সাহায্য করুন।
এর আগে, ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছিলেন, তোমার যা করার দরকার করো। এবং তার লাগাম টেনে ধরার জন্য বাইডেনের সমালোচনাও করেছিলেন। সেই ট্রাম্প ভোটের আগে সুর পাল্টে আরব আমেরিকানদের বলছেন, আমাদের বিষয়টি সমাধান করা উচিত। আমরা শান্তি চাই। আমরা পৃথিবীতে শান্তি চাই।
আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে ভোটারদের মন জয় করতে হবে দুই প্রার্থী হ্যারিস এবং ট্রাম্পকে। তাই দুই প্রার্থীই শেষ মুহূর্তে জোরেশোরে প্রচার চালাচ্ছেন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে।অর্ধেকের বেশি রাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে শুধু নর্থ ক্যারোলিনাতেই ভোট দিয়েছেন ১০ লাখ মানুষ। জনমত জরিপে প্রায় সমানে সমান একে অন্যকে টেক্কা দিচ্ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পক্ষে মাঠে আছেন বিশ্বের এক নম্বর ধনী টেসলার প্রধান ইলন মাস্ক।