রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপের পাশে এক নারীর গলার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা চারজনকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে ছিনতাইকারীরা পূজামণ্ডপের দিকে পেট্রলবোমা নিক্ষেপ করে। কিন্তু তা বিস্ফোরিত হয়নি। বর্তমানে তাঁতীবাজার পূজামণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) তাঁতীবাজারে পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একজন ছিনতাইকারী পূজামণ্ডপে পেছনে এক নারী দর্শনার্থীর গলা থেকে স্বর্ণের চেইন টান দিলে তিনি চিৎকার করেন। তখন আশেপাশের দর্শনার্থীরা এগিয়ে এলে ছিনতাইকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হোসেন বলেন, “রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। পরে পূজামণ্ডপে উপস্থিত লোকদের সহযোগিতায় থানা-পুলিশ তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।”
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি জানান, এ ঘটনায় এক পথচারীসহ ৫ জন আহত হয়েছে।
একই সময়ে ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে বলে জানান তাঁতিবাজার পূজা কমিটির সভাপতি চন্দন দে।