সিলেট সফর দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করছেন শেখ হাসিনা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৩, ০৩:৪৮ এএম

সিলেট সফর দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করছেন শেখ হাসিনা

ফাইল ছবি

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। 

বুধবার (২০ ডিসেম্বর) সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রায় তিন দশক ধরে চলছে সিলেট সফরের মাধ্যমে নির্বাচনী প্রচারণার শুরুর রীতি। এ সফরে কোনো সরকারি প্রটোকল নিচ্ছেন না প্রধানমন্ত্রী। বরাবরের সূচি অনুযায়ী হযরত শাহজালাল (র:) এর দরগাহ্ শরীফ জিয়ারত করে হযরত শাহ্ পরাণ (র:) এর মাজারে যাবেন বঙ্গবন্ধু কন্যা।

এরপর দুপুর ৩টায় মহানগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা৷ দলীয় সভানেত্রীর আগমন উপলক্ষে নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। তবে নির্বাচনী বিধি অনুযায়ী কোনো জাঁকজমক সাজে নয়, সাদাকালোয় সেজেছে নৌকা।

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে সবরকমের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় নেতারা। প্রধানমন্ত্রীকে বরণ করতে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রাস্তাঘাটসহ পুরো নগরী সেজেছে নতুন রূপে।

জনসভায় নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার জন্য সিলেটের বিভিন্ন রুটে চারটি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। সমাবেশে অন্তত পাঁচ লাখ মানুষের সমাগম আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ স্থানীয় নেতারা জানান, এই জনসভা থেকে আওয়ামী লীগ প্রধানের জমজমাট নির্বাচনী প্রচার শুরুর অপেক্ষায় পুরো সিলেট। জনসভায় আগামী দিনের নতুন ভিশন তুলে ধরবেন দলীয় প্রধান।

২০ ডিসেম্বর সিলেট সফরের মাধ্যমে দলীয়ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছেন প্রধানমন্ত্রী। এরপর ২১ ডিসেম্বর বিকেল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

পরে ২৯ ডিসেম্বর বরিশাল সফরে যাবেন শেখ হাসিনা। ওইদিন বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি।

Link copied!