জুন ১, ২০২৪, ০৫:১৫ এএম
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিমকে হত্যার তদন্তে নেপালের পথে রওনা দিয়েছে ডিবি পুলিশের একটি দল।
শনিবার (১ জুন) সকালে ডিবি পুলিশের তিনজন ও এনসিবির একজনসহ মোট চারজনের একটি দল নেপালের পথে রওনা দেয়।
আরও পড়ুন: এমপি আনার হত্যা: অন্যতম সন্দেহভাজন সিয়াম নেপালে আটক
সকাল ১০টার দিকে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ গেটে বলেন, “এমপি আনোয়ারুল আজিমকে হত্যার মূল পরিকল্পনাকারী শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি। এছাড়া হত্যার পর অন্য আসামিরাও নেপালে যেতে পারে। সবকিছু বিবেচনা করে আমরা সেখানে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “ডিবির হাতে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য ক্রসচেক করা হবে।”
ডিবি প্রধান বলেন, “হত্যায় জড়িত অনেকেই নেপালের কাঠমান্ডুতে আছেন। সেটা নিয়েই তদন্ত করতে যাচ্ছি আমরা।”