ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৩:২১ পিএম
ছবি: সংগৃহীত
সম্প্রীতির ঐক্য আর বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে রাজধানীতে উদযাপিত হচ্ছে ‘বসন্ত উৎসব-১৪৩১’।
‘এসো মিলি প্রাণের উৎসবে’ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এই আয়োজনের সূচনা হয় সমবেত বাদ্যযন্ত্র পরিবেশনায়। পরিবেশন করে বেঙ্গল পরস্পরা সংগীতালয়।
প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলাসহ নগরীর তিনটি স্থানে বসন্ত উৎসবের অনুষ্ঠান সাজায় ‘জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষৎ’। তবে বাধার কারণে উত্তরার ৩ নম্বর সেক্টরের উন্মুক্ত মঞ্চের আয়োজনটি বাতিল করা হয় বলে জানান উৎসব সংশ্লিষ্টরা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
ঢাবি চারুকলা এবং পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে সকাল থেকেই চলে বসন্ত উৎসবের সাংস্কৃতিক পরিবেশনা। নানান রঙে সেজে বসন্ত উৎসবে আসেন অনেকে।
সকাল থেকে দুপুর পর্যন্ত নাচ, গান, আবৃত্তিতে মুখরিত হয় অনুষ্ঠান প্রাঙ্গণ। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পাশাপাশি অন্যান্য নৃ-গোষ্ঠীর পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছিল বসন্ত কথন এবং আবির বিনিময় পর্বও।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নায়লা তারামননুম চৌধুরী কাকলি ও আহসান দিপু।