নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৪৮১ বন্দীর আত্মসমর্পণ, লুট হওয়া ৪৫টি অস্ত্র উদ্ধার

জাতীয় ডেস্ক

জুলাই ২৬, ২০২৪, ০২:০০ পিএম

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৪৮১ বন্দীর আত্মসমর্পণ, লুট হওয়া ৪৫টি অস্ত্র উদ্ধার

ছবি: সংগৃহীত

নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগ শেষে ছিনিয়ে নেওয়া ৮২৬ আসামির মধ্যে থানা ও আদালতে আত্মসমর্পণ করেছেন ৪৮১ জন। এ ছাড়া কারাগার থেকে লুট হওয়া ৪৫টি অস্ত্র উদ্ধার, লুট হওয়া হাতকড়া ও প্রায় ১১০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুলাই) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য নিশ্চিত করেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এর আগে গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কাপাসিয়ার বরুয়া এলাকা থেকে হিযবুত তাহরির নামে একটি ইসলামপন্থী উগ্রবাদী সংগঠনের নেতা জুয়েল ভূঁইয়াকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ নিয়ে ছিনিয়ে নেওয়া ৯ জঙ্গির মধ্যে নারীসহ দুজনকে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট, একজনকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে র‌্যাব ও অন্যজনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে নরসিংদী গোয়েন্দা পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, স্বাধীনতা বিরোধীরা গত শুক্রবার কারাগারে অগ্নি সংযোগ করে ক্ষান্ত হয়নি। তারা ডিসি অফিস, এসপি অফিস, আদালত পাড়াসহ সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করে। তারা কারাগার থেকে অস্ত্র লুট করে নিয়ে যায়।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের হামলায় পুলিশের ৩৩ জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে এক পুলিশের মাথায় ৭৫টি সেলাই লেগেছে। একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

পুলিশ সুপার বলেন, নরসিংদী জেলা কারাগারে হামলার পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামে পুলিশ। মাত্র ৫ দিনের ব্যবধানে লুট হওয়া ৮৫টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ৪৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ২০টি চীনা রাইফেল, ১৫টি রাইফেল ও ১০টি শটগান রয়েছে। ১ হাজার ৯১টি গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কারাগারে হামলার ঘটনায় পৃথক ১১টি মামলায় ১৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এই পর্যন্ত আইনজীবী সমিতি ও জেলা পুলিশের সহায়তায় পালিয়ে যাওয়া ৪৮১ জন কয়েদি আত্মসমর্পণ করেন।

Link copied!