রাজধানীর যেসব এলাকায় বিএনপির গণমিছিল

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১১, ২০২৩, ০৯:৩৫ এএম

রাজধানীর যেসব এলাকায় বিএনপির গণমিছিল

সংগৃহীত ফাইল ছবি

নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে শুক্রবার জোটের শরিক দল ও যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে শুক্রবার (১১ আগস্ট) গণমিছিল করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি ওইদিন দুটি পৃথক গণমিছিল আয়োজন করছে।

শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপি রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে। এ ছাড়া একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে।

ঢাকা উত্তরের গণমিছিল:

ঢাকা উত্তরের কর্মসূচিতে নেতৃত্ব দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা উত্তরের এই গণমিছিলের সমন্বয়ের দায়িত্বে থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। তার সাথে থাকবেন ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক।

গণমিছিলে যেসব নেতারা থাকবেন:

বিএনপির একটি সূত্র জানিয়েছে, ঢাকা উত্তরের গণমিছিলে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, আবুল খায়ের ভূঁইয়া, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত থাকবেন।

এছাড়া,বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, আইন সম্পাদক কায়সার কামাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, কামরুজ্জামান রতন, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দীকিও গণমিছিলে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

ঢাকা দক্ষিণের গণমিছিল:

ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপি আয়োজিত  গণমিছিলেন নেতৃত্ব দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই গণমিছিল সমন্বয় করবেন ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তার সাথে থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

যেসব নেতারা থাকবেন:

ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপি আয়োজিত গণমিছিলে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আযম খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, জয়নাল আবেদীন ভিপি খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুন অর রশিদ, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপনসহ অনেকে উপস্থিত থাকবেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক, সহ-সম্পাদক এবং নির্বাহী সদস্যরা সুবিধা মতো ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের গণমিছিলে অংশ নেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এবারই প্রথমবারের মতো একই সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে মাঠে নামছে বিএনপির শরিক ও সঙ্গী দলগুলো। বিএনপির পাশাপাশি, গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণফোরাম ও পিপলস পার্টি, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ গণমিছিলে অংশ নেবে বলে জানা গেছে। 

এর আগে, গত বুধবার সংবাদ সম্মেলনে এই গণমিছিলের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যুগপৎভাবে এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি পালনে পুলিশের সহযোগিতা কামনা করি। তবে পুলিশের কোনো অনুমতির বিষয় নেই। আশা করি, এই গণমিছিল কর্মসূচিতে সরকার কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না।” বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা সব দল ও জোট এই কর্মসূচিপালন করবে বলেও তিনি সংবাদ সম্মেলনে জানান।

Link copied!