সেনাবাহিনীর হেলিকপ্টারে করে শিশুটির মরদেহ ঢাকা থেকে মাগুরায় আনা হয়। ছবি: আইএসপিআর
মাগুরায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের নোমানী মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে, সেনাবাহিনীর হেলিকপ্টারে করে শিশুটির মরদেহ ঢাকা থেকে মাগুরায় আনা হয়। সন্ধ্যা ৬টার দিকে হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে। এ সময় শিশুটির মরদেহের সঙ্গে ছিলেন তার মা। একই হেলিকপ্টারে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারও মাগুরায় আসেন।
এদিকে, প্রায় একই সময়ে আরেকটি হেলিকপ্টারে করে মাগুরায় পৌঁছান জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও খেলাফত মজলিসের চেয়ারম্যান মামুনুল হক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজার পর শিশুটির মরদেহ গ্রামে নিয়ে যাওয়া হবে।
এর আগে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
গত ৮ মার্চ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে, ৫ মার্চ মাগুরা শহরতলীর একটি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। ৮ মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও আহত করার অভিযোগে মামলা করেন। মামলায় শিশুটির ভগ্নীপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। ইতোমধ্যে তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।