৩-৪ দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১১, ২০২৪, ১১:০৪ এএম

৩-৪ দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

তিন থেকে চার দিনের মধ্যেই আইন-শৃঙ্খলা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি। এ সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, এখনও মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা কাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী করবে?

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা চেষ্টা করছি, তিন-চার দিনের মধ্যে কিছু পরিবর্তন আপনারা দেখবেন। ক্রমান্বয়ে পরিস্থিতির উন্নতি হবে।”

তিনি আরও বলেন, “সেনাবাহিনী কঠোর পদক্ষেপে আছে। আনসার বাহিনী আছে। বিজিবি বাইরে আছে। জনগণের কাছে অনুরোধ করছি, যারা থানা জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করুন। পুলিশ বাহিনীকে সহায়তা করুন।”

সাখাওয়াত হোসেন বলেন, “যেভাবে এত দিন শাসন চলছিল, তাতে রাষ্ট্র ভেঙে পড়েছে। ভয়ংকর শাসন চলছিল। ব্যক্তিশাসন চলছিল, যেখানে মানুষ কথা বলতে পারছিল না। বিচারব্যবস্থা, পিএসসি- সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। দুর্নীতি ছেয়ে গেছে। গর্ব করে বলছে, আমার পিয়ন ৪০০ কোটি টাকা নিয়ে গেছে।”

প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধাভিত্তিক নিয়োগ চেয়েছিল। তাদের তুচ্ছতাচ্ছিল্য করেছেন সরকারপ্রধান। যিনি এদের নানি বা দাদির সমান। দেশটাকে ভাগ করলেন রাজাকার আর স্বাধীনতার চেতনার কথা বলে। আপনার সঙ্গে থাকলে চেতনা, না থাকলে রাজাকার। কথায় কথায় পাকিস্তানপন্থী, এগুলো বলে পুরো দেশকে তছনছ করে দিয়েছেন। বঙ্গবন্ধুর নামের অপব্যবহার করা হয়েছে। এমন পর্যায়ে নিয়ে আসা হয়েছে, মানুষ আর ওটাকে সহ্য করতে পারছিল না। মিডিয়া, পুলিশ, বিজিবি ধ্বংস হয়েছে। দলীয় লোক দিয়ে আপনি ফ্যাসিস্ট বাহিনী করেছেন। সরাসরি একটি বিদেশি রাষ্ট্রের ভরসায় আপনি এগুলো করেছেন।”

তিনি জানান, এটা আমাদের দেশ, আমাদের দেশকে অন্যের প্ররোচনায়, যেখানে ওপেনলি (খোলামেলা) বলে, আমি অমুক দেশের প্রার্থী, অমুক দেশ থাকলে আমরা আছি, আমরা আছি তারা আছে। এটা কি একটা দেশপ্রেমী রাজনীতি? এগুলো করে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন, ঐতিহ্যবাহী একটা দলকে তছনছ করে দিয়েছেন, ব্যক্তিগত পাওয়ার লালসায়। এ অবস্থায় রাষ্ট্র ভেঙে পড়েছে। এ অবস্থা থেকে রাষ্ট্রকে বের করে আনতে হবে।

Link copied!