তিন প্রতিমন্ত্রীর নাম নেই নৌকার মাঝিদের তালিকায়

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৬, ২০২৩, ০১:১১ পিএম

তিন প্রতিমন্ত্রীর নাম নেই নৌকার মাঝিদের তালিকায়

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন মিললো না তিন প্রতিমন্ত্রীর। তাঁরা হলেন- শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

রবিবার বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নৌকায় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে খুলনা-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য মন্নুজান সুফিয়ান। ২০০৯-২০১৪ মেয়াদে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ২০১৪-২০১৮ মেয়াদে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন তিনি। খুলনা-৩ আসনে এবার মনোনয়ন পেয়েছেন এস এম কামাল হোসেন।

কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য জাকির হোসেন গত ৭ জানুয়ারি ২০১৯ সাল থেকে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন জাকির হোসেন। এর পর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়ন পেয়েছেন মো. বিপ্লব হাসান।

অন্যদিকে ময়মনসিংহ-৫ আসন থেকে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন কে এম খালিদ। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় একই আসন থেকে সংসদ সদস্য হন। ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। এবার ময়মনসিংহ-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল হাই আকন্দ।

নির্বাচন তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

Link copied!