এপ্রিল ১১, ২০২৫, ০৫:০৫ পিএম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে একই পরিবারের বস্তাবন্দি খণ্ডবিখণ্ড তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহতরা হলেন- লামিয়া আক্তার (২২), তার ছেলে আব্দুল্লাহ (৪) ও বড়বোন স্বপ্না আক্তার (৩৫)।
আটক মো. ইয়াসিন গৃহবধূ লামিয়ার স্বামী বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মিজমিজি পশ্চিমপাড়ার বাসার সামনে রাস্তার পাশে অর্ধপোতা অবস্থায় আলাদা বস্তা থেকে খণ্ডবিখণ্ড লাশ তিনটি উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে না পারলেও প্রাথমিক তদন্তে পুলিশ নিহতদের নাম-পরিচয় পায়।
পুলিশ জানায়, পরিবারটি মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকছিলেন। চলতি মাসেই বাসাটি ভাড়া নেন তারা। বাসার পাশেই ডোবার কাছে অর্ধচাপা দেওয়া অবস্থায় রাখা ছিল বস্তাবন্দি লাশগুলো।
এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে, বলেন ওসি শাহীনূর আলম।