যশোরে ট্রেন লাইনচ্যুত: ২ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৫, ০৩:৪৩ পিএম

যশোরে ট্রেন লাইনচ্যুত: ২ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

যশোর রেলওয়ে জংশনে কমিউটার ট্রেন বেতনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, লাইনচ্যুত বগিটি রেখে সকাল সাড়ে ১১টার দিকে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি মোংলার উদ্দেশে ছেড়ে যায়। পরে লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়

এর আগে আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী কমিউটার ট্রেন যশোর রেলওয়ে জংশনে লাইনচ্যুত হয়।

এতে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পরপরই রেলের উদ্ধারকারী দল কাজ শুরু করে। এদিকে রেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

Link copied!